পঞ্চপদী-১২১৮

বুকের রক্তে আবির প্রাণ

সুধীর দাস

বুকের রক্তে আবীর প্রাণ,আজ তোমায় নাইবা পেলাম
প্রত্যাক্ষিত হয়ে তোমার কাছে বারবার ফিরে এলাম
কি হবে আর একটি দিনে
ভালোবাসায় বেঁধে ঋণে
আমি না হয় চিরদিনই তোমার থেকে দূরে গেলাম।

দুই

আমার জীবন কাটার আঘাত তোমার জীবন ফুলে
রক্ত পাঁজর রাঙিয়ে দিয়ে গেলে আমায় ভুলে
যেখায় থাকো ভালো থাকো
ভালোবাসার সাঁকো আঁকো
প্রার্থনা করছি তোমায়, আমার হৃদয় প্রাণ খুলে।

কলকাতা
১৮,০৩,২২