অণুকবিতা

বিপ্লব অথবা ফাঁসি

সুধীর দাস

সম্মুখে স্বৈরাচার একনায়কতন্ত্র
সাম্রাজ্যবাদ
বুলেট গ্রেনেডে ঝাঁঝরা বুক।

বিপ্লব দাঁড়িয়ে আছি
পারলে নূর হোসেনের মতো বুকে গুলি করো
ক্ষুদিরামের মতো ফাঁসি দাও।

অথবা
গিলোটিনে হত্যা করো।

কলকাতা,১১ জানুয়ারি-২৩