আলেকজান্দ্রা পিয়ারনিক
(আর্জেন্টিনার কবি)
অনুবাদ:সুধীর দাস রূপম

বিদায়ের শেষ বেলায়
✍️
আগুন নেভানো হলে নিঃশেষিত হয়ে যায় আগুনের ফুলকি
বিরহী পাখির বুকে সুরে সুরে ভেসে ওঠে লোভাতুর ভালবাসার প্রতিচ্ছবি
আর
আমার নিঃসঙ্গ ভুবন ঘিরে যে আশার প্রতিচ্ছবি ভেসে ওঠে
তা অপর্যাপ্ত বৃষ্টিপাতের মত আমাকে সম্মোহনিত করে সান্নিধ্যের আশায়।
✍️
কলকাতা ১৭ নভেম্বর ২৩