বেঁচে তো আছি!
সুধীর দাস
হারাতে হারাতে সব কিছু হারিয়েছি
আরো যেটুকু বাকি আছে সবটুকু হারিয়ে যাক
দুঃখ নেই কোনো
জীবনের দুখের কলসি আরো যতটুকু খালি আছে সবটুকু পরিপূর্ণ হোক।
হারিয়ে যাক স্বর্ণের চুরি, নেকলেস কানের বালা,
বালিশের ওয়ার, সাবানের কেটস, ড্রয়ার আলমারির চাবি, শাড়ি চুরি গয়না গাটি, ঘর দোর বিছানা বালিশ, সবকিছু যাক না হারিয়ে!
কি হবে আর ওসব দিয়ে!
এখনতো আর ফুলের বাগানে জল দেই না
ফুল ফুটলে ফুলের দিকে তাকাই না
চাঁদের জোছনার আলো নক্ষত্র ফুল পাখি নদী সাগর দেখিনা
কি হবে ওসব দেখে আর!
চলে তো যাচ্ছে জীবন
কখনো নিরন্ন হাহাকার, উনুনে ফ্যান গলানো ভাত না হলেও তো চলে
ফ্যান জলে জঙ্গলে মিশে মিশে যদি কিছু জোটে গোগ্রাসে গিলে ফেললেই তো উদরপু্র্তি!
জীবন বাঁচানোর জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু চাই
জৌলস জীবন আর নয়
নদী যখন শুকিয়ে বালুচর হয়ে গেছে তার বেদীমূল
ফুলের বাগান শুকিয়ে যখন হয়ে গেছে শুকনো ফুলের চৌকাঠ
পাতা ঝরা শব্দের রুমু ঝুমু যখন বুকের কার্নিশ
ঝরা পাতা দুঃখের মত যখন জীবন
সেখানে পরিপাটি করে আর কি'ই বা লাভ!
এই তো ভালো আছি,এই তো বেঁচে আছি
উদ্বাস্তুর মতো নিরন্ন হাহাকারে
তুমিহীন ভূমিহীন জীবন
এ জীবন পরিপাটি করে সাজালে আর কি হবে বলো?
বেঁচে তো আছি,যেভাবে বেঁচে থাকা যায়!
নিঃসঙ্গ পাখি যেভাবে বেঁচে থাকে উদার আকাশে অনন্তকাল।
♥️
কলকাতা,বিকাল ৩ টা ১৬.০৩.২৩