বলার ছিল অনেক কথা
সুধীর দাস
বলার ছিল অনেক কথা হয়নি বলা
চলার ছিল একসাথে রোজ হয়নি চলা
চলে গেলে একা একা
কোনদিনও হয়নি দেখা
প্রেম প্রত্যাশায় ভরে দিলে ছলাকলা।
ফুলের বনে ফুটেছিল অনেক কলি
ফুল ভ্রমরে হয়নি কথা বলাবলি
কলি থেকে ফোটেনি ফুল
ভালোবাসা হয়েছে ভুল
বুকেতে তাই ব্যথার পাহাড় গলাগলি।
আকাশ গাঙ্গে উঠেছিল লক্ষ তারা
দেখে প্রাণে মজেছিল বল্গা হারা
চাঁদ কি বল কাছে আসে?
দূর থেকে সে ভালোবাসে
কাছে পাবার স্বপ্ন বৃথা পাগলপাড়া।
দূরের পাখি থাকবে দূরে এটাই আশা
খাচায় বন্দী রয়না,মিছে ভালোবাসা
জীবন ভরা মায়াজালে
এটাই সবার ভাগ্য ভালে
আঁধার আলো জীবন কান্না এবং হাসা।
কলকাতা ২৯ ফেব্রুয়ারি ২৪