অভিমানের দাম দেবো জ্বালিয়ে বুকের চিতা

সুধীর দাস

হৃদয়টা তো কিনে নিলে অভিমানের দামে
কিনে নিয়ে খোঁজ নিলেনা বৃষ্টি কোথায় নামে
দিব্যি আছো আকাশ ছুঁয়ে জোছনা ভরা বুকে
আমার জীবন কেমন আছে সুখে না দুঃখে।

কি করে বোঝাই তোমায় কেমনে একা থাকি
ঝড় বৃষ্টির চোখের জলে বুক ভিজিয়ে রাখি
সুখের অসুখ বুকের ভেতর ধিকিধিকি ওঠে
তোমায় ছাড়া এ জীবনে ফুল কোথাও ফোটে?

ফুল চাইলে কাটার আঘাত যখন তখন হানো
কৃষ্টি চোখে সৃষ্টি আকাশ ব্যথার শ্রাবণ টানো
কদম ফুলের হলুদ সাদা যেই দিতে চাই চুলে
গোলাপ কাটার আঘাত হানো সবকিছু ভুলে।

হৃদয় যখন কিনে নিলে ভালোবাসার নামে
কাছে পাবার বাসনাটা রাখলে দূরের খামে
হৃদয়হীনা, ভালোবাসো,কোন ছলনার তলে
আমার শুধু চাওয়ার আশা ব্যর্থ নয়ন জলে।

আর কতকাল রাখবে দূরে দেবো নেবো বলে
সব কিছুতো নিলাম হলো আগুনে পুড়ে জ্বলে
তোমার জন্য জ্বলবো আরো প্রিয়সি মনমিতা
অভিমানের দাম দেবো জ্বালিয়ে বুকের চিতা।

কলকাতা
২৫,০৬,২১