আসবে বলে বলেছিলে
সুধীর দাস রূপম
আসবে বলে বলেছিলে,আসলে না
হাসবে বলে বলেছিলে,হাসলে না
থাকবে বলে কাছাকাছি
লড়াই করে বাঁচাবাঁচি
বাসবে ভালো বলেছিলে,বাসলে না।
দুহাত ধরে থাকবে পাশে,থাকলে না
ডাকবে কাছে ডাকার মত,ডাকলে না
গাঁথবে মালা ফুলে ফুলে
চলে গেলে ভুলে ভুলে
ভালোবাসার কথা দিয়ে,রাখলে না।
নীরব এখন চোখের পাতা একা একা
কারো কাছে মনে মনে হয় না দেখা
হয় না কথা ফে'সবুকে
আছো তুমি একা সুখে
আছো তুমি তোমার মত,ভাগ্যে লেখা।
গঙ্গা পারে ফুল ফোটে আগের মত
পদ্মার পাড়েও ফুল ফুটে শত শত
চোখে ভাসে নোনা জলে
বুকের ভেতর আগুন জ্বলে
কেউ কারো নয় আজ, ভাবছি অভিরত।
কোন কথা রাখলে না তো কথা দিয়ে
থাকলে শুধু একা একা নিজকে নিয়ে
অভিযোগ আর করব না
গঙ্গার ডুবে মরবো না
শূন্য কলসি শূন্য থাকুক,পদ্মার পাড়ে গিয়ে।
আসবে বলে বলেছিলে আসলে না
ভালোবাসার কথা দিয়ে হাসলে না
জোছনা ভরা ফুলের সাথে
চাঁদনী ভরা গভীর রাতে
ওই আকাশের তারার সাথে,ভাসলে না।
♥️
কলকাতা ১১ নভেম্বর ২৩