আর একটা যুদ্ধ চাই
সুধীর দাস
শব্দেরা বমি করে
মায়ের আঁচল ছিঁড়ে গেছে
তার সন্তান রাস্তায় ঘুমহীন পাঁচশত আশি দিন।
নিথার নিস্তব্ধ হাড্ডিসার বাবাও বধির হয়ে আছে
সবুজ শ্যামল আলেয উপর দাঁড়িয়ে
সোনালী ধান উঠে যাবে মহাজনের ঘরে
তেভাগা আন্দোলন শেষ
পুরো ভাগ নিয়ে যাচ্ছে দুর্নীতির জমিদার
সিধু কানু আর জাগে না
মঙ্গল পান্ডে আর কোথাও নেই
তিতুমীরের বাঁশের লাঠি শুকিয়ে গেছে
ক্ষুদিরামের ফাঁসি হয়ে গেছে সেই কবে!
মাস্টারদা সূর্যসেন আজ দাগি আসামী,চোর!!
রাজপথে গণতন্ত্রের মিছিল পুলিশের লাঠিচার্জ
জলকামান ছাত্রভঙ্গ আন্দোলনকৃত ছাত্রযুবা
আর একটা যুদ্ধ চাই
গণ মানুষের
মুক্তির মিছিলের
ভাত কাপড়ের
বেঁচে থাকার অঙ্গীকারে।
কলকাতা,রাত-১২.৩০
২৩,১০,২২