অপেক্ষা

সুধীর দাস রূপম

তুমি পদ্মার ওপাড়ে বসে ভালোবাসা বিনুনি করো
আমি গঙ্গার পাড়ে বসে অপেক্ষার প্রায়শ্চিত্ত করি
তুমি যন্ত্রণার শুধু মালা গাঁথো

দ্বিধা সংশয় দ্বৈরথ হৃদয়

ভাবনার ফুলবনে বসে ফুল পরী হয়ে যাও
নিঃশব্দ বুকের আড়ালে ধুকপুক
বেদনার চোখের জলে স্নান করো।

আমি শুধু অপেক্ষার চাঁদ আকাশে
ভালোবাসার নক্ষত্র আঁকি
বুকের ভেতর আগ্নেয়গিরি দহন
ঝলসানো চোখের কার্তুজে
টগবগ করে ফোটে তোমার প্রতিচ্ছবি।

রক্তাক্ত হৃদয় বুক পাঁজর
বিষন্ন মগ্ন চোখ
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী জলে ভেজা।

তুমি পদ্মার ওপাড়ে বসে ভালোবাসা বিনুনি করো
আমি গঙ্গার তীরে বসে
তোমাকে পাবার অপেক্ষার প্রহর গুনি।

যেন বসন্তের ফুল ফোটে মনের চাঁদনী আকাশে

তুমি জোছনার ফুল!

কলকাতা,০৬,১২,২১