আমরা তো আজ মানুষ নই

সুধীর দাস

মানুষের জন্য মানুষ কাঁদে আমরা কাঁদি না
মানুষে মানুষে হাত বাঁধে বাঁচে আমরা বাঁধি না
আমরা তো আজ মানুষ  নই শুধু স্বার্থটাই বুঝি
ধনের পাহাড় কোথায় আছে সেটা কেবল খুঁজি।

যে ভাই ক্ষুধার জ্বালায় কেঁদে কেঁদে আজ মরে
বেকার যুবক পায়না চাকরি চোখে জল ঝরে
যৌতুক যন্ত্রণায় হয় না বিয়ে দ্বাদশ বর্ষী বোনের
বাড়িঘর সব লুট হয়ে যায় সুদখোরদের লোনের।

বৃদ্ধা মায়ের ভাত জোটে না চাকর ঘরের বাবা
মানবতা আজ হারিয়ে গেছে যুগ যন্ত্রণার থাবা
কেয়ামত আজ ঘনিয়ে আসে চারিদিকে অন্ধকার
রোদের ঝিলিক চাঁদের আলো সব কিছুর বন্ধদ্বার।

মত্ত মাতাল মায়াজালে আলোছায়ার খেলায়
মিছে মায়ায় জীবন কাটে দম্ভ ভরা হেলায়
কেউ শুনি না কারো কথা করছি আমি আমি
ভুলে গেছি এই জগতের কে,সত্যিকারের স্বামী।

কপটতার করালগ্রাসে ডুবে গেছে আলোর মিনার
সত্য ন্যায়ের ধর্ম যুদ্ধে ঘেঁষিনা তার কোন কিনার
আমি শুধু আমার আমার দুদিনের এই খেলা ঘরে
ঝরাপাতা সুখের মতো ক্ষণিক হয়ে গোলাপ ঝরে।
♥️
কলকাতা, রাত ২ জানুয়ারি -২৩