আনিস আমার ভাই

সুধীর দাস

গতকাল আনিস আমার ভাই রাজনীতির গ্যারাকলে লাশ হলো
আমারও পাঁজর খুলে রক্ত ঝরল অবিরাম
আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো
আমার বিবেক আমার মানবতা ধুকে ধুকে কাঁদল।

অথচ আমার অগ্রজ বন্ধুরা
অথচ আমার অগ্রজ কবিরা
সর্বপরি এ সমাজের যারা বুদ্ধি বিক্রি করে খায়
তারা নির্বাক তাকিয়ে চাঁদের জোসনা মাখছে গায়ে!

আর
সাম্প্রদায়িক বিষের থলি মুখে পুরে
নাগিনীর মতো নিশ্বাস ফেলছে
জাত পাত এবং ধর্মের দোহাই দিয়ে।

আমি নির্বাক নিস্তব্ধ
আমার মুখ বধির
আমার চোখে কান্না
আমি অসহায়।

আমি আমাকে ধিক্কার দেই
আমি আমাকে শাসন করি বঞ্চনা দেই
আমার বিবেক বুদ্ধি মানবিকতা মুখ থুবরে পড়ে থাকে
আমার স্বদেশ
আমার বিবেকানন্দ
আমার কাজী নজরুল ইসলাম
আমার দেশের ধর্ম নিরপেক্ষতা
সব ধুলায় লুণ্ঠিত হচ্ছে
ছিন্নভিন্ন হচ্ছে শকুনের থাবায়

আমার স্বদেশ কাঁদছে
আমার বিবেক কাঁদছে
আমার মানবতা নির্বাক।

আনিস আমার ভাই
হে সাম্প্রদায়িক বন্ধু
ভুলে যাও জাতপাত ধর্ম বিভেদ
রুখে দাড়াও
ভেবে নাও
আনিস আমার  নূর হোসেন
আনিস আমার চে গুয়েভারা
আনিস তোমারও ভাই।

কলকাতা
২৪,০২,২২