আমিও দেবদাস হবো
সুধীর দাস
দিয়ে থুয়ে যা যা রেখে গেছো তাও কম কিসে?
সেটুকু নিয়েই হয়তো বেঁচে থাকবো চিরকাল
আর স্মৃতির জ্বালা নিয়ে মরব পিষে পিষে
তোমার বাতায়নে ফুটুক লাল কৃষ্ণচূড়ার ডাল।
নিঃসঙ্গ এই পৃথিবীর বুকে বড় প্রেমের আকাল
মানুষের যন্ত্রণা মন চলে আত্মহননের পথে
ধুকেধুকে বেঁচে থাকে,থাকতে হয় অনন্ত কাল
তুমি না হয় থাকো চিরদিন নক্ষত্র আলোর রথে।
কিছু বলার নেই উৎসর্গ করেছি তোমারে প্রান
তুমি বোঝো আর নাই বোঝ আমার নেই ক্ষতি
দীনে প্রতিদিনে তোমারই আমি গাইবো গান
ভালোবাসার সভ্যতায় অংকের শাসনে নেই যতি।
সব পাখি ঘরে ফেরে রোজ তুমি না হয় গেলে চলে
বুকের তৃষ্ণা তরবারিতে পড়িয়েছি আজ হিজাব
দিয়েছি তো অনেক বাকিটুকু দেবো নয়নের জলে
কত প্রেম পাঁজরে লাশ হয় নাই তার কোন হিসাব।
শাহজাহান তাজমহল গড়েছিল মমতাজ জানেনা
লাইলী-মজনু শিরি ফরহাদ মরে গেছে সেই কবে
পার্বতী হয়ে তাকিয়ে থাকো মন তো মানে না
আমিও দেবদাস হবো তোমাকে হারানোর উৎসবে।
কলকাতা
বিকাল-০৩.৪০
১৯,০৩,২২