আমি যখন একলা থাকি

সুধীর দাস

আমার যখন একা দিনগুলো কাটে
চেনা মানুষ থাকে না কেউ আর পাশে
ভালোবাসা চলে যায় সূর্যাস্তের পাটে
দূরত্বের পরিমাণ কাঁটা হয়ে হাসে।

চেনা পৃথিবী আঁধারে ঢাকে ধুলোপথে
অনন্ত অসুখ বাড়ে অতিমারি বুকে
কর্মযোগ বিশ্বপ্রাণ চলে ঊর্ধ্ব রথে
ফেরারি বসন্ত কাঁদে জল ভরা দুখে।

আমি যখন একলা থাকি রাত আসে
গীতাঞ্জলি পাশে রাখি,চোখের পাতায়
নিঃস্ব নিমগ্নতা জুড়ে রবীন্দ্রনাথ হাসে
মগ্ন নির্মহো সম্বোগে হৃদয় মাতায়।

আলোছায়া খেলে যাই সুপ্ত অন্ধকারে
পথের অজানা বাকে খুঁজি অজানারে।

কলকাতা ৫ জুলাই ২০২৪