আমার ক্রান্তিকালে

সুধীর দাস

আমার ক্রান্তিকালে তোমার অযুত বসন্তের ফুলের বিলাস
আমার শোকের গঙ্গাতীরে
তোমার ফুলশয্যার উলুধ্বনি ওঠে
রজনীগন্ধার নির্যাস ভাসে আকাশে বাতাসে।

আমি চির ব্যর্থ প্রেমিক পৈতে বিহীন পুরোহিত
তোমার সুখের প্রার্থনা করি
সেই ত্রিশ লক্ষ বছর ধরে

ভীমবেটকা এখনও হারিয়ে যায়নি
তোমার প্রজন্ম আসবে
আবার প্রজন্ম চলে যাবে
সাজাহানের তাজমহল দাড়িয়ে থাকবে অনন্তকাল।

মোনালিসার হাসি ম্লান হবেনা কোনদিন
শুধু লিওনার্দো দা ভিঞ্চির যত ব্যর্থতার সাহান্হ তিথি
গোধূলিতে রক্ত বমি করবে মহা জ্যোতিষ্ক বলয়ে।
ডি এইচ. লরেন্স নিষিদ্ধ হবে চিরকাল
লেডি চ্যাটার্লিজ লাভার অটুট থাকবে পরকীয়ার আইনে

প্রজাপতি হাসবে ফুলে ফুলে।

আমার আত্মাজা
প্রতিদিন রক্ত বমি করে দুর্বিষহ ক্ষুধার্ত নগ্নতায়
ন হন্যতে, ন হন্যতে।

তফাৎ শুধু এইটুকু
স্বর্গের অপ্সরী ইন্দ্র রাজার সামনে নাচবে নগ্নতার ভরা যৌবনে
শুধু অপাংক্তেয় কবির কালিতে সেইসব বর্ণাঢ্য আলেখ্য বর্ণনা করাই সভ্য সমাজ থেকে বিচ্ছিন্ন
কবির ব্যক্তিত্ব
এবং এটাই কবির দণ্ডনীয় অপরাধ।

১৯,০১,২২
রাত-০১,০০
কলকাতা