আমার একটা আকাশ ছিল

সুধীর দাস

আমার একটা আকাশ ছিল জোস্না ভরা বানে
আমার একটা নদী ছিল স্রোতের প্রবাহ টানে
আমার একটা বাগান ছিল সাজানো ফুলে ফুলে
সব আজ হারিয়ে গেছে জীবনের ভুলে ভুলে।

আমার বুকে সাগর ছিল, ছিল ভালোবাসার ঢেউ
ঢেউয়ে কত আবেগ ছিল খোঁজ নিলো না কেউ
রংধনুর রঙে আঁকা ছিল পুবের আকাশ ঘিরে
বুকের ভেতর দুলতো হাওয়া মুগ্ধ ধীরে ধীরে।

আমার বুকে স্বপ্ন ছিল ভোরের আকাশ ছুঁয়ে
রাতের আকাশ তারা ভরা থাকতো আমার ভুয়ে
ফুলের বনে ‌ডাকতো পাখি আহা কুহু কুহু কেকা
হারিয়ে গেছে সবকিছু আজ নাইত কারো দেখা।

আজ আমার বুকে পাথর বাঁধা স্বপ্ন দহন পোড়ে
নিসর্গ আজ হারিয়ে গেছে গহন আঁধার দোরে
বাগিচা যেন মহা আকাশ ফুল যেন তার তারা
তারি মাঝে লুকিয়েছে চাঁদ আমিই সাথী হারা।

নিস্তব্ধ আজ জীবন আমার নিঃসঙ্গতায় ভরা
পাঁজর খুড়ে রক্ত উঠে সাহারা মরুভূমি ধরা
হারিয়ে গেছে স্বপ্ন আমার নিঃসঙ্গ আজ আমি
অপাংক্তেয় জীবন আমার নাই যে কোনো দামই।

রাত-1.30
08,03,21