আমার দুটি আত্মাজা
সুধীর দাস
চোখের পাতায় ছবি আঁকি বুকে লাগে দাগ
আঁধার ঘরের স্বপ্ন দেখি অরুণ আলোর ফাগ
ভাগ করি রোজ হৃদয়খানি দুই গোলাপে তরে
নয়তো আমার বেঁচে থাকা চোখে জল ঝরে।
এক আকাশের নিচে থেকে আবার হারিয়ে যাই
অন্য কোন আকাশ আছে বল কোথায় খুঁজে পাই
এক আকাশের নক্ষত্র ফুল এক আকাশের তারা
এক আকাশ থেকে হারিয়ে যায় কেমনে দিশেহারা?
রোজ প্রভাতে ঘুম ভাঙ্গে আলোর ঝিলিক হাসে
রোজ বিকেলে গোধূলি নামে রং ধনুটা ভাসে
রোজ আকাশে তারা ওঠে নক্ষত্র ফুলের রাশি
একটি তারা হারিয়ে গেছে হায় অবাক সর্বনাশী।
কেউ জানেনা কখন কাহার হৃদয়খানি খুব কাঁদে
যাযাবর সব স্বপ্নগুলো কোথায় কোন হৃদয়ে বাঁধে
কোন বাগানে রোজ কেমন করে ফুলের পরী নাচে
কারো হৃদয় কারো জন্য অপেক্ষাতেই যে বাঁচে!!
চোখের পাতায় ছবি আঁকি আবার চোখে জল
কার জন্য হৃদয় কাঁদে,জানিনা,ব্যথার নীলোৎপল
অপেক্ষা রোজ শ্মশান বাড়ি আগ্নেয়গিরি আগুন
আমার কাছে এই দুটি হৃদয় বেঁচে থাকার ফাগুন!
কলকাতা
বিকাল-০৫.০০,০১,০২,২২