এখন গোধূলি বেলা
সুধীর দাস
ইশারায় যত ডাকো দেবো না গো সাড়া
বিধিলিপি জেনে গেছে জীবনের ভার
আমি জীবনের সবকিছু পথ হারা
বুকে আজন্ম অনন্ত চির অন্ধকার।
চাঁদের আলোতে যত তুমি কাছে ডাকো
আকাশের নীল জলে ঝরে যত ফুল
সবকিছু জীবনের বেদনার সাঁকো
জেনে গেছি ভালোবাসা বিচ্ছেদের ভুল।
এখন গোধূলি বেলা এই কথা ভেবো
ডিমের হলুদ কুসুমের কালো ছায়া
কি আর তোমাকে অর্ঘ্য ফুলদল দেবো
চিরকাল রয়ে যাক ভালোবাসার মায়া।
প্রতারিত হতে হতে প্রাণ অন্ধকার
শামুক খোলসে মুক্তো নুব্জ বন্ধদ্বার।
কলকাতা, ৪ জানুয়ারি-২৩