অক্ষমতা
(সনেট)
সুধীর দাস
এভাবে দাড়াও কেন রোজ কাছে এসে
নাই যদি পারো তুমি যেতে ভালোবেসে
মহুয়ার বন ছুঁয়ে ডাকো কেন পাখি
ছলছল জল ভরে রাখো দুটি আঁখি।
প্রেম সেতু বাঁধো কেন সাঁকোটার গায়
ঝরা ফুল ঝরো কেন মৃদু ভীরু পায়
ফুল পাখি নদী তীরে ফোটো কেন ফুল
এ জীবনে প্রাণ নেই সবকিছু ভুল।
প্রেমহীন আশালতা গেছে কাল মরে
ফুলকলি না ফুটতে গেছে শুধু ঝরে
কিছুই পাবে না তুমি আমি আজ একা
অক্ষমতা অসহায় এ জীবনে লেখা।
ধুপ দীপ ফুল যত প্রার্থনার মালা
কিছু নেই শুন্য বুক,আছে ব্যর্থ জ্বালা।
♥️
কলকাতা ৩ নভেম্বর ২৩