আকাশ ছুঁতে চাই

সুধীর দাস

আকাশ ছুঁতে চাই
ভোরের আলোয়,দ্বিপ্রহরে,বিকালে,সন্ধ্যায়
বৃষ্টিমুখর বেলা শ্রাবণ মুখর বুক
পাঁজর ভাঙ্গা নিঃশ্বাস, দূরহ দুর্বিষহ!

বেঁচে থাকা ঈশ্বরের গলগ্রহ, অপয়া অথর্ব আপাংক্তেও নির্জীব নিথর
ব্যর্থতা ব্যবচ্ছেদ শোক, নিমতলা শ্মশান গঙ্গার স্রোত!
উদার আকাশ নীর্লিপ্ত চোখের জল।

ঘর গৃহস্থলী অগোছালো,এলোমেলো
ধূসর বিছানাপত্র,তক্তপোষ,আলমারি বই খাতা
টিকটিকি আরশোলা পিঁপড়ে কর্দমাক্ত সহবস্হান!

মাতৃত্বহীন দুটি শিশু চির কাঙ্গাল
দিনের আলো ছুঁতে ছুঁতে
রাতের জানালায় খোঁজে চাঁদমুখী মায়ের মুখ!

কলকাতা, সকাল-১০.২০
কলকাতা