আজকের লিমেরিক
সুধীর দাস
কালীঘাটের টালির চালায় চোরের পাঠশালা
শুনতে শুনতে দেশটা জুড়ে কানের ঝালাপালা
বললে কাঁদে ছিনাল ঘোষ
পুরুষের জ্বলে অন্ডকোষ
বললে আমরা নন্দ ঘোষ খুলবে জেলের তালা!
দুই
সিভিক পুলিশ ছাত্র পড়াবে দেবে চুরির শিক্ষা
চটি চাটতে থুথু গিলবে তোলাবাজির দীক্ষা
চোরের শিক্ষক যাবে জেলে
শিক্ষার আবাস ভাজা তেলে
ভালো শিক্ষক পড়ানোর চাপে করবে মেধা ভিক্ষা।
তিন
পাঁচশ টাকার লক্ষীর ভান্ডার ভোট বিক্রির ফাঁদে
ক্ষমতায় যাওয়ার গ্যারাকলে তাড়ি খেয়ে কাঁদে
কেঁদে জিভে চাটে চটি
নিজের মাথায় করে পটি
মদন যারা ভাবে বসে,আহা এই উঠেছি চাঁদে!
কলকাতা,১৭.০৩.২৩