এইখানে হাত রাখো

সুবীর দাস

এই খানে হাত রাখো এই খানে বুক
এই খানে ভালোবাসা‌ এখানে চিবুক
এখানে আঁচল ছুঁয়ে রাঙ্গিয়েছে‌ ভাল
এইখানে কবোষ্ণতা উষ্ণতার ডাল।

এইখানে চোখ ছুঁয়ে ভাবো অহর্নিশ
ধুকপুক বুকে মন করে ফিসফিস
এইখানে কমলার টস টসে ‌ঠোঁট
আহ!কতদূরে যাবে লেগে যায় চোট।

ভেজাচোখ গিলে খাও নেচে যাক ভুরু
সাগরের তল খুঁজে ছুঁয়ে দেখো উরু
এইখানে হাত রাখো অতলান্ত নাভি
স্পর্শের কার্নিশে ‌পাবে কস্তুরীর চাবি।

চোখে চোখে চোখ ছুঁয়ে বুকে ছুঁয়ে বুক
ঠোঁটে শুধু ঠোঁট রেখে লেহ্য‌‌ করো সুখ
নক্ষত্রের ছায়াপথে জ্বলে যাক তারা
ওখানে এখান ছুঁয়ে‌‌ নদী গতিধারা।

ভূস্বর্গ অতল হোক সুখের প্লাবনে
তারপর নিস্তব্ধতা স্রোতের স্খলনে
স্বর্গের সুখ আসুক দুজনার মনে
অবসন্ন ক্লান্ত দেহ পড়ে থাক ক্ষণে।

এইখানে হাত রাখো চুলের সিঁথিতে
পৃথিবী ভাসুক আজ প্রেমের প্রীতিতে
অতলান্ত প্রেম দাও হে‌ অপ্সরী নারী
হাত রাখ দুটি হাতে ভুলতে না পারি।

কোলকাতা
রাত-৩.১৫
১০,০১,২১