তোমাদের করি আহ্বান ওগো বীর সন্তান
অমৃত নয় পরাধীনতার বিষ করতে পান।
আস ফিরে ধরিত্রীর কোলে সাজাও রনসজ্জা
বাজাও যুদ্ধের দামামা বাজাও জয়ডঙ্কা।
তোমাদের করি আহ্বান ওগো বীর সন্তান
রক্ত দিয়ে জন্মভুমির করিতে পরিত্রাণ ।
আস ফিরে ধরনিতে গাও সাম্যের গান
আছে যত বাধা ভেঙ্গে কর খানখান।
দিয়ে একতার বানী ফোটাও মায়ের মুখের হাসি
আছে যারা দেশদ্রোহী গলায় তাদের পরাও ফাঁসি।
ওগো ভারতমাতার সন্তান উন্নত শির তুলে
জয় হিন্দ মন্ত্র মুখে মুখে যাও বলে।
এগিয়ে চলো দূর্বার গতিতে
মায়ের মুখের হাসি ফোটাতে।
নিয়ে এসো স্বর্গের কমল
অঞ্জলিতে ভরে আন শুভ্র জল।
বিনাশ ঘটাও দূরাচার -অন্যায়- অত্যাচার
হিংসা -দ্বেষ -ভয় -অপশাসন -অনাচার ।
তোমাদের করি আহ্বান ওগো বীর সন্তান
ভারতমাতার করিতে পরিত্রাণ ।
এগিয়ে চল দূর্বার গতিতে নির্মল প্রভাতে
দেখিয়ে দাও আমরাও পারি স্বাধীনতা আনতে। ।