উড়ে যা আকাশে তুই দিলাম শিকল খুলে
নীল আকাশে ডানা মেলে যাসরে আমায় ভুলে।
দিলাম তোকে স্বাধীনতা বাঁধন ছাড়া করে
ডানা মেলে উড়ে যাস দূর দিগন্ত পরে।
ভুলে যাব সব কথা অন্তরে যা ছিল গাঁথা
মুক্ত মনের হয়ে যাবি থাকবে না আর আবিলতা ।
উড়তে উড়তে মেঘের খেয়ায় জাগলে মনে আশা
যেথায় তোর লাগে ভালো বাধিস সেথায় বাসা।
ভাবিস না তুই আমার কথা থাকব আমার মত
চোখের জলে ভাসিয়ে দেব দুঃখ আছে যত।
থাকব না আর তোর অপেক্ষায় খাবার থালা নিয়ে
ভাসবো না আর চোখের জলে আকাশ পানে চেয়ে।
রয়েছি আজ একা পরে সবই হল পর
ভুলতে হল তোকে নিয়ে বাঁধতে সুখের ঘর।
ভালো যদি লাগে তোর আমার চিতার পরে
সজল চোখের অশ্রু হয়ে পরিস ঝড়ে ঝড়ে।।