মনটা আজ প্রশ্ন করে,তোমার প্রিয়া কে?
মনের মাঝে তুলির টানে,দাওনা আঁকিয়ে।
চুল কি তার শ্রাবণ মেঘ,চোখ কি তার কালো?
অন্ধকারের প্রদীপ নাকি,ছড়িয়ে দেয় আলো?
হাসিতে কি মুক্ত ঝরে,কথায় ঝরে ফুল?
তার কাছে কি ভীষণ প্রিয়,ইচ্ছামতীর কুল?
তার পায়ে কি মল বাজেরে,নাকচাবি ওই নাকে?
বসে থাকে একলা মনে,ইচ্ছামতীর বাঁকে।
সেই মেয়েটির নামটি কিগো,কোথায় বা তার বাড়ি?
রোজ বিকালে পরে কি সে,আচল রাঙা শাড়ি?
সেই মেয়েটি স্নান করতে,রোজ কি আসে ঘাটে?
রোজ কি খেলে গোলাছুট,তাল বনের ওই মাঠে?
মনকে বলি কানে কানে,ভুল ধারণা তোর
আমার প্রিয়া চাঁদের আলো,শিশির ভেজা ভোর।
নদীর ঢেউ ক্লান্ত দুপুর,আমার ভালোবাসা
কোকিলের কুহু ডাক চাষের জমি চষা।
ভালোবাসি গাছগাছালি,ক্লান্ত মেঠোপথ
আমার প্রিয়া শ্রাবণ ধারা,গহন কাল রাত।
আমার প্রিয়া সবুজ পাতা,শিশুর মুখের হাসি
সেই হাসিতে ঝরে পড়ে,আলোক রাশি রাশি।
আমার প্রিয়া ওই সাদা বক, নীল আকাশের গায়
দেখবি যদি দুচোখ মেলে,আয়রে চলে আয়।।
....... ..........