পৌষ মাসের সকাল বেলা বেশ পরেছে হিম
পাঁঠশালাতে গিয়ে শুনি ঘোড়ায় পেরেছে ডিম।
ঘোড়ার ডিম দেখতে যাবি? বলল ছেলে ন্যারা
আমি আজ যাব না ভাই আমার আছে তারা ।
বলিস কীরে বোকা ছেলে! আমার সাথে আয়
পয়সা যদি থাকে কাছে কিনে নিবি ভাই।
দেখবি তখন কেমন মজা ঘোড়ার ডিম নিয়ে
মাথায় করে ছুটতে ছুটতে বাড়ি যাবি বয়ে।
মনে মনে ভেবে দেখি কথাটি বেশ আচ্ছা
ঘোড়ার ডিম ফুটে নিশ্চয় হবে একটা বাচ্চা।
কি মজা কি মজা টাট্টু ঘোড়া চরে
ছুটতে ছুটতে চলে যাব দূর বহুদূরে।
দৌড়ে দৌড়ে ছুটছে ন্যারা আমি আছি সাথে
পিঠে আমার বই এর বোঝা এক টাকাটি হাতে।
আর কতো দূর আর কতো দূর যতই শুধোই তারে
ন্যারা বলে এসে গেছি আর একটু দূরে।
সামনা সামনি যারে পায়, ন্যারা শুধাই তারে
এই গাঁয়ে কোন বাড়িতে ঘোড়ায় ডিম পারে?
যে শোনে সেই বলে আচ্ছা বাদর ছেলে
এক চরে দুপাটি দাঁত দেব তোমার ফেলে।।