হারিয়ে গেছে জোনাকির মেলা, হারিয়েছে ছেলেবেলা।
হারিয়েছে গোলাছুট খেলা, হারিয়েছে পড়ন্ত বিকাল বেলা ।
রাজকন্যা ও হারিয়ে গেছে, হারিয়েছে রূপকথা।
হারিয়ে গেছে লোকগীতি আর হারিয়েছে লোককথা।
শুকতারা আজও জেগে ওঠে, কাল পুরুষ ও দেখা দেয়।
সবই আছে ঠিকঠাক শুধু হারিয়ে গেছে সময়।
হারিয়ে গেছে সেই শিশু, যারা জোনাকি পোকা ধরে।
বাতি জ্বালিয়ে ঘুরে বেড়াতো পেঁপের ডগায় ভরে।
নিরুদ্দেশ সেই আবেগ আর কল্পনায় জাল বোনা।
জোনাকির সাথে ভূতের চোখের কতশত কল্পনা।
নিবিড় ঘন অন্ধকারে একটু আলো, নিবিড় অন্ধকারে।
অনুভূতি কত জাগত আমার ছোট্ট মনের ঘরে।
হারিয়ে গেছে সেই সময়, যুগের হাওয়া বইছে তাড়াতাড়ি।
আলোর রোশনাইয়ে ভরে উঠেছে রাস্তা-ঘাট-ঘর-বাড়ি।
তবুও সেথায় চোখ চলে যায় যেথায় আধার কালো।
ক্লান্ত চোখে খুজে বেড়াই মায়াবী জোনাকির আলো।