মুক্তি! আরে সে তো কেও পায়না
শিশু তার মায়ের কোল থেকে
বা ধরো তরুণ তরুণী ভুল পথ থেকে
যুবক যুবতী তো প্রেম অার
কেরিয়ারের মায়া জালে হাশফাশ।
যাক অনেক হোঁচট সামলে এবার সংসার
থাক বাপু, অনেক হল সংসার টংসার।
শিব দুয়ারে বসে একটু গল্প রসিকতা
সহ্য হয়? ডাক পড়েছে
ডাক না ডাক না
ওটাকে হাঁক বলে বোধ হয়।
সেইদিন রাতে অনেক ভেবেও
বুঝলো না,তার মানব জনম কিসে।
মায়ের স্তন থেকে হাঁফানির ক্যাপসুল
প্রতিটি সূর্য শুধু মুক্তির খোঁজে হন্যে,
মৃত্যু শয্যায় শুয়ে অাজও
পথভ্রষ্ট মানব জীবন কি জন্যে।