জীবন সান্তনা দেয় শুধু
বাঁচিয়ে রাখার তাগিদে ,
কখনো সুখে কখনো দুখে
সাহসে কিংবা ভয়ে ,তোকে
বাঁচাবেই।

তা বলে সবকিছু কী পাবি?
যুদ্ধে জয়ী হলে তবেই
কেউ বুদ্ধির কেউ বলে
হিংসার চূড়ান্ত বিচারেই।

শব্দ মিছিলে পরিবর্তন হচ্ছে যুক্তি
সত্য মিথ্যা এ তর্কই বৃথা
কিছু টাকার জন্য বেচতে বাধ্য চামড়া
সে শরীর অর্ধ মৃতের খসড়া।
এই পৃথিবীর আছে একটা ভুল
মানুষ সৃষ্টিটাই অদ্ভুত ,তবু
ভুলের অন্ত আছে,পৃথিবী একদিন শান্ত হবে।
অবশ্য তার আগেই মুখে বালিশ চেপে খুন হল
মানবিকতার।

দীনের ওজোন বেড়েছে
পুরনো দেনার আদরে ,
শেষে শান্তির দীর্ঘশ্বাস-এ
চলছে খুনের খবর
এটাই সত্য-বাঁচার অস্বীকার
মানব করে চলেছে দীর্ঘকাল
মিথ্যা তাদের এ বচন
অন্তমিলানোই শেষ কারন
তবু এ প্রত্যাশা পূরণ করলো না
আমার ভগবান ।