শুকনো পাতা রাঙিয়েছে পায়ে
রঙ্গিন হাওয়া আজ ওই সীমানায়
অলস সূর্যের সাথে-
নব ব্যথায়, হাসছে নব চিন্তায়।
অচেনা পথের ক্লান্ত সাথির-
কানে আসে কত কথা কাটা-কাটি!
খুঁজে পাওয়া হাসি ঝড়ে যায় বসন্তের ফুলে
হারিয়ে গেছে কোন বেদনার সুরে।
তারই ক্লান্ত চিন্তায়
ব্যস্ত মম চিত্ত।

আবার,
মনটা হাসিয়ে দেয় খানিক অবহেলায়
ব্যঙ্গ-এর ছলনায়, শীতের হাওয়ায়
নিঝুম হিম রাতের
নিসঙ্গ অচেনা পথিক
সেই হয়তো মোর ভাবনার রতি।।