বিদ্রোহী হও তবে,
প্রেমিক হইও না।
বিদ্রোহী তুমি হবে নকশাল,
যাবে তুমি বন্ধ জেলখানায়।
যদি হও প্রেমিক, হারাবে সবই!!
হারাবে মন, হবে না কারো,
সকলেই তোমায় ছুড়ে ফেলে দিবে দূরে!
কারন প্রেম এর মূল্য দিতে জানে না কেহ।
তাই বিদ্রোহী হও তবে প্রেমিক হতে যেয়ও না।।