কাটছে কাটুক দিন,
বছর যাচ্ছে যাক।

সবাই যাচ্ছে চলে,
যারা যাবার যাক।

শুদু,
তুই আমার হয়ে থাক!

আমিও চলে যাবো!
দূর সেই পরপারে,
সেই দিনটা পর্যন্ত
তুই আমার হয়ে থাক!