কেষ্টদাসের  বিয়ে  রে ভাই
কেষ্টদাসের বিয়ে !!
পাড়া-পড়শির ঘুম হীন তায়
হাসি আনন্দ নিয়ে ।
কেষ্টদাস তো ভয়ে মাতাল  
হঠাৎ অমন বিদ্‌ঘুটে খবর পেয়ে ।
মাথা মুণ্ডু ঝাকড়ে কেষ্টদাস
পাগল পন করে  ।
কেঁদে কেঁদে বিলাপ করে কেষ্ট
সুর,তাল ,লয় ,নিয়ে  
খড়ের স্তূবে মুখ লুকায় ,
কুটুত্‍‌ কুটুত্‍‌ করে জিহ্‌বায় দিয়ে ।
অতঃপর কেষ্ট সেজে গুজে
রওনা  হলো পাড়া-পড়শি নিয়ে,
বরের সাজে লাগছে বেশ
ঢাক ঢোল সাথে পেয়ে ।
পালকি যখন এসে থামলো
কেষ্ট এঁর আঙ্গিনায়
কেষ্ট তখন দৌড়ে পালায় ,
তাঁর  বিছানায় ।
বাসর ঘরে বউ কে  পেয়ে কেষ্ট
মুখ লুকায় এক কোণে ,
বউ তখন মাড়ল ঝাড়ি
মিষ্ট আলাপনে ।
আদর পেয়ে সোহাগ পেয়ে কেষ্ট
উন্মাদ যেন আজ প্রায়
অট্ট হাসি  হেসে বলে কেষ্ট
উপঃ অমন সুখে ......!!
"আমি যেন আর নাই " ।

রচনা
২৫।০৫।২০১৩