বালিকা চলে হন্ হন্ , ঘুরে বন বন ,
কাশবন শন শন,
টিকলি টান টান, লাল ফিতার রূপ দান,
চুল উড়ে তন মন ।
গাছে গাছে চড়ে বেড়ান, পাখির ছানা মাতান,
ঘরদ্বার ঝোপে অবাধ বিচরণ,
শাপলার কোষ আহরণ, গোয়াচি,বাতাবি লেবু হরন,
মহা উৎপাত যখন তখন।
পদ্মপুকুরে সাঁতার কাটান, জল তলে চুপ থাকন,
অধরে জলের ধারা আবরন,
লালমুখে হেঁকে মিষ্টি হাসন, গলা জুড়ে তার সুরের বচন,
দু'হাতে হাঁকিয়ে টিন ঢোল বাজান।
কুস্তি করে ক্ষণে ক্ষণ ,
নালিশের ভয়ে মাথা টন্টন্ ,মায়ের আঁচলে মুখ লুকান
বাবার ভালোবাসার শাসন,
গ্রাম্য ধিঙ্গি মেয়ের চিত্র ধারণ, বুঝি এই উপকরণ !!