ভুলব কি করে সখা নয়নের বানে
ক্ষত যে আঁকড়ে আছে মনে,
কত রাত কেটে গেলো ভাবতে ভাবতে
গুড়ি গুড়ি তারার সনে ।
থমথমে রাতে, জোনাকির সাথে
কত হয় ভাব বিনিময়,
'স্যাঁতসেঁতে শ্বাস শিশির ভেজা আকাশ,
স্মৃতিই কেবল পড়ে রয়।
স্মৃতি গুলো আজও আমায় তাড়িয়ে বেড়ায়
নীল আকাশের ঠিকানায়,
ক্লান্ত হয়ে,মনগ্রহে ফিরে আসে
কষ্টের নিদারুণ ছলনায় ।
অতীত আজ হয়েছে সাংঘাতিক
পাঁজরে ক্ষত মন ইমারতে
অগ্নির লেলিহান তান্ডবে জ্বলে গেছে সব!!
সখা তোমারি ছলনার ছলে ।
মমতার আঁচলে ছিলে তুমি সদা
কত না যতন করে,অথচ...
চেনা মন কে
চাপা ছাইয়ের তলে ফেলে,
চলে গেলে অচেনা মনের কোলে ।