অঞ্জলি করি’ তোমার চরণ তলে পতিদেব
অঙ্গে লাগাবো তোমার,পরশ, পদধূলি,
তুমি হৃদয়ের অট্টালিকা, রঙ্গিন স্বপ্ন,দেহ মনের নাবিক,
স্বপ্ন,মমতার ঝুলি !!
উদিলে নবীন প্রভাতের নবারুণ,দিন শুরু তোমায় জপে,
হৃদয়ের রঙ করা রাত্রি স্বপ্ন কেবল দেখি তোমার চোখে মুখে ।
মাতামাতি ক’রে মিলনের বাঁশী,সুরের স্বরলিপি,
আবরণ যত লজ্জা রাঙ্গা সব,দিব তোমায় সঁপি ।
তোমার মন বাক্য হবে, চলনের বাণী, আদেশ উপদেশ,
পালন করবো পুস্প মাল্য ভেবে পতিদেব,থাকবেনা মনে কোন রেশ।
এসেছি ছেড়ে জগৎ পিতা,মাতার আঁচল ছিড়ে তোমার পদ কুঞ্জে
নীল নক্শার সুতায় বুনি,জগৎ জুড়ে "তুমি দেবতার পুঞ্জে" ।
চন্দ্র তুমি,সূর্য তুমি,তারা তুমি, মন গ্রহে ,
আমার মন আকাশে যত ভাসছে শুভ্র মেঘ
কেবল তা তোমার ভালোবাসায় পেয়ে ।
----------------------------------------------------------------
বিঃদ্র- আজ আমাদের "২য় বিবাহ বার্ষিকী" আজকের এই খুশির দিনে আমি আপনাদের কাছ থেকে আশীর্বাদ কামনা করছি ।