ঝিম্‌ঝিম্ টন্‌টন্ মাথা করে ভন ভন
কৃষ্ণ চুড়া পাতার শন শন,ভ্রমরার গুঞ্জন,
মনটা তনমন,উষ্ণতা চন মন,
তোমার গায়ের গন্ধ সুনিপন,
যেন সোনালী বিকেলের সূর্য আস্তরণ ।

রচনা
৩।৮।২০১৩