যন্ত্রণা
--------
কলমে-সুব্রত নন্দী
যন্ত্রণা কী মুখোশের আড়ালে লুকিয়ে রাখা যায়?
অনুভূতিহীন হওয়ার চেষ্টা বৃথা তাই!
যন্ত্রণা কী প্রকাশ করা যায়?
চাওয়া পাওয়ার হিসাব রাখা দায়!
যন্ত্রণা কী আটকে রাখা যায়?
মুক্তমনা হয়ে তোমাকে চায়।
.......তথাপি,
যন্ত্রণা তুমি থাকো মনের আঙিনায়।
আমি স্মৃতিকথার স্বপ্নিল ছবি এঁকে যাই।
যন্ত্রণা তুমি থাকো চার দেওয়ালের মধ্যে।
জবাবদিহির প্রয়োজন নাই!
যন্ত্রণা তুমি থাকো বাক্সবন্দী হয়ে।
অবিশ্বাস বিচ্ছেদ থাকবে অপ্রকাশিত!