এগিয়ে চলি জীবনের দর্পণে -
প্রতিদিন ক্ষয়িষ্ণু স্পন্দন শুনি,
তপ্ত বালুকণার কাছে আশ্রয়,
সাগরতটে অবারিত ঢেউ গুনি -
প্রখর রৌদ্রোজ্জ্বল দিনলিপি দুপুরে,
মননে নিতে চেয়েছিলাম ঝালিয়ে,
নীরবে বৃত্তরেখায় পরিবৃত সংসার,
কালের পরিক্রমায় নিয়েছি মানিয়ে।
সাগর ডাকছে দিশাহীন যাত্রীকে,
গতিশীলতা সূর্যোদয় থেকে সূর্যাস্ত-
একাত্মতা অবিরাম ঢেউয়ের ক্রন্দন,
সংগোপনের দহনে সমর্পণ আমিত্ব।