উন্নাসিক হতে পার আজও!
তাচ্ছিল্যের হাসি দিয়ে বাণী দিলেও ক্ষতি নেই,
কারণ তুমি সেই সুস্থ সংস্কৃতির ধারক ও বাহক!
তোমার শিক্ষায় ঋণী আপামর প্রাতিষ্ঠানিক শিক্ষিত জনগণ।


শিক্ষার আলোয় আলোকিত তোমার মানসিকতা!
ঋজু মেরুদণ্ডে তবে কেন এত দ্বিধা?
কেন অহর্নিশি সন্দিহান দৃষ্টিভঙ্গি মনের দোরে?
প্রত্যয়হীন সংসারে প্রোথিত সংশয়ের যন্ত্রণা!
তাই হয়তো নির্বাক হয়ে থাকো বিবর্ণতার প্রতীক হয়ে,
আত্মসমর্পণ কর নির্দ্বিধায় বিরোধিতার সাত সমুদ্রে -
সময়ের মূল্যবোধকে নিভৃতে বাক্সবন্দী কর হৃদয়ের উজানে।

তোমার একমুখী স্বার্থত্যাগের সংখ্যাতত্ত্ব নিগূঢ় ভেদেরই প্রতিবিম্ব!
নিজস্বী চিন্তাধারার পর্ব বড্ড দিশাহারা আজ?
নির্দিষ্ট মাইলফলকের স্বপ্নে মশগুল তুমি!
এবার অন্তত রঙহীন হয়ে পৃথিবীকে দেখ;
অন্তঃসারশূন্য মূল্যবোধ থেকে মানবতার জয়গান কর।