অশ্রু সজল ২২শে শ্রাবণ
সুব্রত নন্দী
২২শে শ্রাবণ,১৪২৬.

শব্দের কথামালায় আপন করেছ বিশ্বসংসার,
বন্ধনের মূর্ত প্রতীক রূপে নিরপেক্ষতার আধার,
অনুভবে তুমি, শয়নে-স্বপনে শুধুই তুমি,
সদা জাগ্রত মননে, তোমার সমুদ্র উপস্থিতি।

আজ ২২শে শ্রাবণ, ক্যালেন্ডারের একটি কালো দিন,
স্থবির বিশ্বকবি, স্তব্ধ হয়েছিল সমুদ্র লেখনী,
নিঃস্ব ভুবন, রিক্ত আপামর বাঙালির মন,
অমানিশার গহীন আঁধারে অশ্রুসিক্ত জীবন।

জন্মের হাতে ছিল মৃত্যুর পরোয়ানা লেখা,
চিরস্থায়ী হ'য়ে থাকে না কেউ এ পৃথিবীতে,
চিরজীবী হয় শুধু রেখে যাওয়া অমূল্য সৃষ্টির ভাণ্ডারে,
স্মরণ করি তোমায় নত মস্তকে শত কোটি বার।