আরোহণ বা অবরোহণের স্বত্ব সম্পূর্ণভাবে নির্দেশিত নয়,
কে আপন, কেই বা পর?
সময়ের সাথে সমানুপাতিক মেলবন্ধন ঘটাতে অক্ষম বর্ণপরিচয়।
ইঙ্গিতবাহী মনকথা লিপিবদ্ধ করি নিজস্বী আঙিনায়,
খুলে ফেলি নকল নকশিকাঁথার আস্তরণ!
মুক্তির নির্মলতা খুঁজে ফিরি শব্দের ফেরিওয়ালা হয়ে -
নীলাকাশের বিশালতায় অবগাহনের ইচ্ছাশক্তি জাগ্রত হোক পুনর্বার,
আদি অনন্ত ভরসার কুটিরে সহস্রাধিক ক্ষতচিহ্নের সমষ্টি!
আমি কী পারব নির্দ্বিধায় উপেক্ষা করতে?
হে ঈশ্বর, আমাকে শক্তি দাও আপন দাওয়ায় নিভৃতে বসতে,
সাদা-কালোর প্রকৃত তফাৎটা সত্যিকারের বুঝতে এই অশনি সংকেতের চিত্রনাট্যে।