নিজেকে বাঁচাও
---------------------
কলমে-সুব্রত নন্দী
২৪/০৩/১৮


আমরা সবাই ভেক্ পূজারী
নকল ফাঁদে পূজার্ঘ্য অর্পণ করি।
ভালোবাসার কাঙাল হয়ে গরল পান করি।
জ্বলতে জ্বলতে  চিতায় শেষ পাড়ি।
পূজিত সকল দ্রব্য কি আসল মনে হয়?
মুখোসের আড়ালে হতে পারে ছলনাময়!
তথাপি শ্বেতশুভ্র মনে নিবেদিত প্রাণ।
ভালো মন্দের বিচার না করে,
নকলকেও দিই আসল মান।
পূজার্চনা করে চলি মহাভোগবাদের।
সঠিক মূল্যায়ন হয় কী তাতে?
কুসংস্কারে  আচ্ছন্ন  ছলনাময়ীর দাপট।
সমাপ্তি কালে দেখি আসলটাই লম্পট!

তাই.......
যুক্তি বিচার করে পূজার অর্ঘ্য সাজাও।
নব দিগন্তে নিজেকে বাঁচাও।