নিদ্রাভঙ্গ
সুব্রত নন্দী।
১৭/০৬/১৮

কেনো পুনর্বার ডাকছ?
নিঃশব্দের ঘুম ভেঙে গেলো,
শৃঙ্খলমুক্ত জীবনের আবেশ!
ঘুম পাড়ানির গানে ঘুমিয়ে পড়েছিলাম।
বাস্তবে না হোক স্বপনে ভালো থাকি!
কেনো ঘুম ভাঙালে??
বেশ তো ছিলাম ঘুমে আচ্ছন্ন!
এখন সেই হতাশার চালচিত্র।
ঘুমিয়ে পড়া অনেক ভালো।
আমার নিদ্রাভঙ্গ কর না!
আমি ঘুমের আয়নায় নিজেকে দেখি!
এখন বাস্তব থেকে ঘুম ভালো।