ভালো করে বুঝতেই আকাশের নীল ধ্রুবতারা...
রাখতে পারিনি নিজস্ব করে।
শূন্যতা বিরাজমান চারদেয়ালে।
বায়ুতে লীন হয়েছে ধীরে ধীরে...
আত্মা অবিনশ্বর!
বায়ুমণ্ডলে কী এখনও আবদ্ধ?
মুঠোবন্দী করে কি আর বায়ু ধরা যায়।
সে তো ধরা ছোঁয়ার বাইরে...
ফানুস হয়ে আকাশের পথে...
এক চিলতে আশা এখনও আছে!
মনের চিলেকোঠায়!
অতি যত্নে হৃদয়বন্দী!
যদি কখনও ফেরো নবরূপে!