একদিন সাদা খাতায় কিছু লিখতে এসেছিলাম;
নিজের ভাবনা চিন্তার বীজ পুঁততে চেয়েছিলাম বসুধায়,
অনেক স্বপ্ন ছিল মননের মাঝে।
জীবনের বাঁচার ইচ্ছাটা পঞ্চ ইন্দ্রিয় কর্তৃক গৃহীত হয়েছিল।
আমি নিজের অস্তিত্বতে অকেজো করিনি,
নিষ্ক্রিয় করে রাখার স্পর্ধাও দেখাইনি,
কারণ আমি তোমাকে ধরেই বাঁচতে চেয়েছিলাম।
হয়তো তুমি বুঝতে চাওনি,
আমার ভালোবাসাটা ঐকান্তিক ছিল।
আজও সেই প্রেমের শিকড়টা ভূমিতে প্রোথিত।
তোমার সৌখিন ভালোবাসা ফুলের পাপড়ির মতো ঝড়ে গেছে–
আমি কিন্তু শিকড়হীন হইনি!
আগামীতে তোমার স্মৃতিরোমন্থনে বেঁচে থাকব।