দিচ্ছে জানান মিষ্টি ভাব,
ছাড়তে হবে চিনির প্রভাব,
নজর যতই চিনিতে ঘুরুক,
হয়েছে যে চিনির অসুখ!

উঠতে হবে ভোরে ভোরে,
সমন এখন নিজ দোরে,
ফুর্তি উধাও,পরান বিমুখ,
হয়েছে যে চিনির অসুখ!

আলুর মায়া ছাড়তে হবে,
নইলে চিনি বাড়বে কবে?
মনটা আজি দুঃখী খুব,
হয়েছে যে চিনির অসুখ!

মন্ডা মিঠাই আছে বন্ধ,
পাচ্ছি সদাই মিষ্টি গন্ধ,
অল্প পথ্য অনেক ওষুধ,
হয়েছে যে চিনির অসুখ!

©সুব্রত নন্দী,19/09/17