বিভাজন
------------
সুব্রত নন্দী
০৪/০৪/১৮
শ্বাপদ নখ আঁচড়ায় সৃষ্টিতে।
ভুলতে বসেছি সৃষ্টকারীকে!
বাঁচার সত্ত্বায় কার্বনের পাহাড়।
চেতনাহীন নির্বোধ জীবকুল।
শাসকের বীরত্ব বিভাজন ঘিরে।
দখিন দুয়ার অন্ধকারময়।
শোষিত জনগণ মাঠেঘাটে।
দাবানল জ্বলছে দিনেরাতে।
রক্তাক্ত জীবন,উড়ছে ধ্বজা।
পদদলিত অভাগা প্রজা।
ধ্বংসলীলায় মেতেছে সবাই।
পরিণামের সীমারেখা বন্ধক রেখে।