কাউকে বলতে ইচ্ছে করেনা কি হয়েছে আমার
🌿 সুব্রত শুভ

কাউকে বলতে ইচ্ছে করে না কি হয়েছে আমার।
মা'কে বোল্লাম- আমার একটা "আমি" হয়েছে
বাবাকে বোল্লাম- আমার মাইনে আটকে গ্যাছে
বোনকে বোল্লাম- আমি বড় কষ্টে আছি
ভাইকে বোল্লাম- এদিকে আয়তো দেখি
যুবতী বধূ কে বোল্লাম- ছোট এই পুত্র সন্তান রেখে আমি মারা যাচ্ছি
পুত্রকে বোল্লাম- আমার বয়স বেড়েছে
কন্যাকে বোল্লাম- আমি ভারি মুসিবতে পড়েছি
জীবনকে বোল্লাম- আমার ভারি অভিমান হয়েছে
মৃত্যুকে বোল্লাম- আমি অমরত্ব চাই
আমাকে বোল্লাম- শোন আমার কথা
বিনিময়ে আমার এখন যে কি হয়েছে-
তা আর কাউকেই বলতে ইচ্ছে করে না।

০৫/০৩/২০২১ খ্রীঃ
আনন্দাশ্রম