সংসারী
🌿সুব্রত শুভ
কাব্য লিখতে বসবো ভাবতেই দ্বিখণ্ডিত আকাশ সংঘর্ষে শব্দ হলো "গুড়ুম"!
বুঝে নিলাম বর্ষা আসবে ভারি,
এদিকে আমার উঠোন ভরা ধান!
গান গাইবো ভাবতেই গরু গুলোর "হাম্বা" এলো কানে,
উজানে বেড়াতে যাবো একবার ইচ্ছে হলো খুব!
চুপচাপ বৌয়ের দেখি টলমলানো চোখ,
শোক করবো শখের বশে একদিন ভাবতেই- আমার হেঁয়ালি কল্প শোকের কারণে মায়ের বাস্তব সুখ ম্লান হবে ভেবে থেমে গেলাম!
জীবন ভর পেলাম কেবল অমৃত অমরত্ব আনন্দের পেয়ালায় পোরা "খাঁচার ভেতর অচিন পাখি",
আমি তাকে ওড়াতে ও পারি না আবার পোড়াতে ও পারি না!
২১/০৫/২০২২ ইং
আনন্দের তাল তলা