অসমাপ্ত কিছু আলাপন
🌿 সুব্রত শুভ
কথোপকথন শেষ হবার পরের কথাগুলো কতোটা সাংঘাতিক- সে জানে কেবল সদ্য বিধ্বংস নগরীর ইট-কাঠ!
অল্প আগুনে পুড়ে উড়ে যাওয়া পাখির মতো ক্ষতবিক্ষত হৃদয় জানে হৃদয় পোড়ার যন্ত্রনা!
ও তোমরা বুঝবে না-
কোন ক্ষতি কার কতো কেড়ে নেয়!
কোন লাভে কার কতো মওজুদ!
কোন দেশ কার আর কোথা কার বসবাস!
সে হিসেব বে হিসেবী কারবারে-
নেই কোন জাবেদা কি খতিয়ান!
রেওয়ামিলে গরমিল পরিশেষ!
তাই বলি এ বেলা কি অবেলায়-
সব কথা শেষ হওয়া ঠিক নয়!
আসলে কি সব কথা ফুরাইলেই শেষ হয়?
(প্রিয় তমাল- তুমি কেন ফুল হলে দুল দুল!)
২৬/০৩/২০২১ খ্রিঃ
আনন্দাশ্রম